মাকড়সা নিজ জালে আটকে যায় না কেন ?
আমাদের ঘরে যে কয়েকটি
প্রতিবেশী পোকা-মাকড় দেখা যায় তার মধ্যে মাকড়সা অন্যতম । মাকড়সা আট পা বিশিষ্ট
বিচিত্র এক প্রাণী । শিকার ধরার জন্য জাল তৈরি করা থেকে শুরু করে এর গোটা জীবন যাপনই
অদ্ভুত। মাকড়াসার জালে দুনিয়ার সব পোকা মাকড়ই আটকে যায় । কিন্তু মাকড়সা নিজের জালে
আটকে যায় না ?
মাকড়সা কেন আটকে যায় না তা
নিয়ে দুই ধরণের ধারণা প্রচলিত আছে । এক মাকড়সা পায়ে বিশেষ এক: ধরণের আবরণ থাকে, যা মাকড়সার পা কে নিজ জালে
আটকে যেতে বাধা দেয় । দুই: মাকড়সা জালে সেই জায়গা গুলোয় পা ফেলে, যেগুলো আঠালো না ।কিন্তু বিজ্ঞানীরা এই
ধারণাগুলোর সাথে একমত পোষণ করেন নি এখনো ।
তাহলে ?
‘কেন মাকড়সা নিজের জালে
আটকায় না’, তা
নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা মত চালু আছে ।এ নিয়ে গবেষণা চলছে বহু বছর ধরে । যেমন ১৯০৫ সালে ফরাসী
বিজ্ঞানী জেন হেনরি ফেবরি এক মজার পরীক্ষা করেছিলেন । হেনরি ফেবরি দীর্ঘদিন ধরে
মাকড়সা পরীক্ষা করে দেখলেন যে মাকড়সা ঘন ঘন নিজের পা গুলি মুখে পুরে লালা দিয়ে
ভিজিয়ে নেয় । এ দেখে তিনি ধারণা করলেন হয়তো মাকড়সার লালায় কোন তেল জাতীয় পদার্থ
আছে । যা পায়ে লাগিয়ে নিলে মাকড়সা
নিজের জালে আটকায় না । তাঁর ধারণা সত্যি কিনা তা পরীক্ষা করার জন্য তিনি মাকড়সার পা পানি
দিয়ে ভালভাবে ধুয়ে নিলেন । তারপর মাকড়সার জালে ফেলে দেখলেন তা আটকে যাচ্ছে ।অর্থাৎ তাঁর ধারণা ভুল ।
এরপর আরো অনেক পরীক্ষা
নিরীক্ষা হয়েছে মাকড়সা ও তার জাল নিয়ে ।কিন্তু কেন মাকড়সা নিজ জালে আটকে যায়
না তার সঠিক কারণ আর বের করা যায় নি ।
২০১১ সালের কথা । Natural
History Museum of Switzerland এর বিজ্ঞানীর আবার নামলেন প্রশ্নটির উত্তর খোঁজার জন্য ।তাঁরা ফরাসী বিজ্ঞানী জেন
ফেবরি’র
করা পরীক্ষাটিকেই ভালভাবে করতে চাইলেন ল্যাবরেটরীতে ।ল্যাবরেটরীতে নিয়ন্ত্রিত
পরিবেশে পরীক্ষা চালালেন তাঁরা ।পরীক্ষা করার জন্য ল্যাবরেটরীতে কতোগুলো মাকড়সা বাক্সে
পুরে রাখলেন ।বাক্সেগুলোয় মাকড়সা জাল বুনলো ।এবার মাকড়সার শরীর থেকে
সাবধানে পা গুলো আলাদ করে তা একধরণের প্রাকৃতিক সাবান দিয়ে খুব ভালভাবে ধুয়ে
ফেললেন বিজ্ঞানীরা ।তারপর পা গুলো মাকড়সার জালে ফেললেন ।দেখা গেল অধিকাংশ পা ই এখন
মাকড়সার জালে আটকে যাচ্ছে ।এবার বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিলেন যে সত্যিই মাকড়সা পায়ে এক
ধরনের তেল জাতীয় পদার্থ থাকে যার কারণে মাকড়সা নিজ জালে আটকে যায় না ।
এই পরীক্ষাতেও সন্তুষ্ট হতে
পারলেন না নানা দেশের বিজ্ঞানীরা ।আবার নতুন করে নানা পরীক্ষা চাললো ।তবে সফল একটি পরীক্ষা
চালালেন কোস্টরিকার বিজ্ঞানীরা ।ইউনিভার্সিটি অব কোস্টারিকার বিজ্ঞানীরা, ডা. ইবারহার্ড ও ডা.
ডেনিয়াল ব্রিসিনো এর নেতৃত্বে এই পরীক্ষা করলেন । এ পরীক্ষায় তাঁরা মাকড়সা
পর্যবেক্ষণ করার জন্য নতুন ধরণের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ ক্যামেরা ব্যবহার
করলেন ।পরীক্ষা শেষে জানা গেল মাকড়সা তিন ধরণের পদ্ধতি ব্যবহার করে; নিজ জালে না আটকানোর জন্য ।এগুলো হলো এক: মাকড়সার পায়ে
অতি ক্ষুদ্র কিছু লোম থাকে, এগুলো
মাকড়সার পা কে জাল থেকে দূরে রাখতে সাহায্য করে ।দুই: মাকড়সা জালে পর পর পা
ফেলে অনেকটা মিলিটারী প্যারেড এর মতো করে, ফলে আট পা ব্যবহার করে সহজেই নড়াচড়া
করতে পারে, তিন:
মাকড়সার পায়ে সম্ভবত আঠাতে আটকাবে না এমন কোন রাসায়নিক পদার্থের আবরণ আছে, যা মাকড়সা চলাচলকে সহজ করে ।কোস্টারিকার বিজ্ঞানীরা
বললেন এই তিন ধরণের পদ্ধতি মাকড়সা একসাথে ব্যবহার করে ।তাই মাকড়সা নিজ জালে আটকায়
না ।
মাকড়সা কেন নিজ জালে আটকায়
না তা নিয়ে এখনো অনেক গবেষণা চলছে । আরো কিছুদিন পর হয়তো আরো অনেক নতুন তথ্য জানা যাবে মাকড়সার
ও তার জাল সম্পর্কে ।
No comments