ফুলবাড়ির গান -আহমেদ মওদুদ
কয়লা নিয়ে পালাচ্ছে কে ধর
ময়লাতে আজ যাচ্ছে ভরে ঘর
ধর ধর ধর ধর\\
ফুলবাড়ি তোর আর কোন ফুল চুরি হতে দেবনা
কয়লা দিয়ে বিদেশীদের ময়লা আমরা নেবনা
ফুল কিংবা কয়লা কিছুই চুরি হতে দেবনা\\
ফুল ছিড়ে আর ভুলের মাসুল দেবনা
কাটা দেব কৃষ্ণকলি দেবনা
ভিনদেশীদের বিষের ভাড়ার মুখে তুলে নেবনা
যা ফিরে যা রক্ত চোষা শ্বেতপোলা
বাঙ্গালীরা নয়রে এখন মনভোলা
দেখ চেয়ে দেখ লাঠিয়ালের চোখ খোলা\\
এই গানটি ফুলবাড়ি আন্দোলনের সময় রচিত
No comments