সম্পাদকীয়
আমরা এমন এক ব্যধিগ্রস্থ সমাজে বাস করছি যেখানে প্রতিনিয়ত সংগ্রাম-আন্তসংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়। চারিদিকে আমরা আজ দেখি কুসংস্কার, কূপণ্ডুকতা, ধর্মান্ধতা, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন, কালো আইন, অসম চুক্তি, শিক্ষার বাণিজ্যিকীকরণ, লিঙ্গ বৈষম্য, বেকারত্ব, কর্পোরেট গ্লোবালাইজেশন, সাম্রাজ্যবাদ ইত্যাদি।
আমরা চাই বা না চাই রাষ্ট্র ও উপনিবেশিক শক্তি তার নিজস্ব ফ্রেমে আমাদের বন্দি করে ফেলেছে, আমাদের পরিণত করেছে তাদের সেবাদাসে। কিন্তু মানুষতো কখনও পরাধীন, শৃঙ্খলিত থাকতে চায় না। তার যাত্রা চিরকাল মুক্তি, স্বাধীনতা আর সাম্যের দিকে।
সেটা কিভাবে সম্ভব?
আমরা মনে করি, বিজ্ঞানচেতনা নির্ভর চিন্তা নিয়ে যাবতীয় বিষয়কে প্রশ্ন আর বিশ্লেষণের মাধ্যমেই সত্যিকারের মুক্তি সম্ভব।
আবার শুধু বিশ্লেষণ আর প্রশ্ন করলেই চলবে না, সাম্যকে প্রতিষ্ঠা করার জন্য চাই লড়াই। আর প্রতিনিয়ত এই লড়াই, এই লড়াই-এ অংশগ্রহণ এবং বিজয় অর্জনের মাধ্যমেই সত্যিকার মানবিক সাম্যের সমাজ তথা বিশ্ব নির্মাণ সম্ভব।
No comments